জেলার সংবাদ, কৃষি

পুকুরে মাছ আর পাড়ের জমিতে সবজি চাষ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৯:২৮:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাছ চাষ করে প্রতি বছর আয় হচ্ছে গড়ে দশ লাখ টাকা। পাশাপাশি পুকুর পাড়ে মৌসুমী সবজি চাষ করে আরও ৩ থেকে ৪ লাখ টাকা আয় হয়।

পুকুরে মাছ চাষের পাশাপাশি পাড়ের অনাবাদি জমিতে মৌসুমী সবজি চাষ করে লাভবান হচ্ছেন ময়মনসিংহের মৎস্য খামারিরা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই পদ্ধতিতে মাছ ও সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন নারীরাও।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নারী উদ্যোক্তা খায়রুন্নাহার ২০১২ সালে ছোট একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। এখন তার খামারের পরিধি বেড়ে হয়েছে ৮ একর, রয়েছে ছোট বড় ৮টি পুকুর।

খায়রুন্নাহারকে অনুসরণ করে এলাকায় অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। জাতীয় মৎস্য ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১শ প্রান্তিক নারী উদ্যোক্তা রয়েছেন। খামারগুলোতে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকের।

মৎস্য ও কৃষি বিভাগ বলছে, জাতীয় মৎস্য ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে তারা। এই ধরনের মিশ্রচাষে সবসময় প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সুদমুক্ত ঋণের বিষয়ে সহযোগিতারও আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ।

আরও পড়ুন