বাংলাদেশ, রাজনীতি, অপরাধ, আইন ও কানুন

পুলিশের ওপর হামলা: ৫ দিনের রিমান্ডে যুবদল নেতা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই এপ্রিল ২০২১ ০৪:৫৫:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায় তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

গত ২৮শে ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করে। ওইদিন সমাবেশ থেকে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে, ইটপাটকেল নিক্ষেপ করে। 

এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগ শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

আরও পড়ুন