আন্তর্জাতিক, অন্যান্য

উগান্ডার পার্লামেন্টের কাছে জোড়া বোমা বিস্ফোরণ; নিহত অন্তত তিন

Faruque

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই নভেম্বর ২০২১ ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বোমা বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। 

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী আইএস।স্থানীয় সময় মঙ্গলবার তিন মোটর সাইকেল আরোহী পুলিশের সদর দপ্তরের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটান। তিন মিনিটের মাথায়  পার্লামেন্ট ভবনের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর অনেক মানুষের ছিন্নবিচ্ছিন্ন দেহাবশেষ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এঘটনার পর শহরের আশেপাশে আরো বোমা খুঁজে পাওয়া গেছে। আত্মঘাতি বোমা হামলাকারীদের কাছ থেকে আরো হামলার হুমকী আসছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ফেড এনেঙ্গা। 
ঘটনার পর চতুর্থ হামলাকারীকে বিস্ফোরক ভেস্ট পরা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন