বাংলাদেশ, জাতীয়

প্যারেড গ্রাউন্ডে আজ 'নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে মার্চ ২০২১ ০৭:২২:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৭ম দিনে আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য 'নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা'।

বিকালে অনুষ্ঠানে যোগ দিবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলের ভিডিও বার্তা ভিডিও বার্তা প্রচার করা হবে। সন্ধ্যা ৬টায় আলোচনা পর্বের সমাপ্তি হবে।

সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। সুইজারল্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণকৃত ভিডিও, মুজিব চিরন্তন থিমের ওপর টাইটেল এনিমেশন ভিডিও প্রদর্শন করা হবে।

এরপর বঙ্গবন্ধুকে নিবেদিত গান, থিমেটিক কোরিওগ্রাফিসহ বিভিন্ন আয়োজন রয়েছে। 

আরও পড়ুন