খেলাধুলা, অন্যান্য খেলা

'প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত চলবে বাংলাদেশ গেমস'

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ৩রা এপ্রিল ২০২১ ০৯:১৭:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের ভয়াবহতায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে বাংলাদেশ গেমস বলে জানিয়েছেন আয়োজকরা।

তবে প্রজ্ঞাপন জারি হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে দেশজুড়ে সাতদিনের লকডাউনের ঘোষণা করেছে সরকার। এমন সময় হচ্ছে নবম বাংলাদেশ গেমস। সরকারের লকডাউনের সিদ্ধান্তে সংশয় দেখা দিয়েছে গেমসের ভবিষ্যত নিয়ে। লকডাউনে সব বন্ধ থাকলেতো স্বাভাবিকভাবেই গেমসও বন্ধ হয়ে যাবার কথা।

এ বিষয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন বলেন, 'চার তারিখ পর্যন্ত যে গেমসগুলো আছে সেগুলো আমরা শেষ করবো। এতেই প্রায় সব বডি কন্ট্রাক্ট গেমস শেষ হয়ে যাবে। এরপর ডিভিশনাল যে গেমস রয়েছে সেগুলোতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাজ করবো।'

বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, 'লকডাউনের ওপর প্রজ্ঞাপন আসলেই পুরো বিষয়টি নিয়ে আমাদের করণীয় কী হবে তা ভাবা যাবে। এরপর আমরা সরকারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিব।'

বৃহস্পতিবার বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাত বিভাগের বিভিন্ন ভেন্যুতে মোট ৩১টি ডিসিপ্লিনে সারা দেশের ৫ হাজার তিন শ অ্যাথলেট অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। যা শেষ হওয়ার কথা আগামী ১০ এপ্রিল।

আরও পড়ুন