করুনারত্নেকে ফিরিয়ে টেস্ট অভিষেক ম্যাচে উইকেটের খাতা খুললেন তরুণ পেসার শরিফুল।
দ্বিতীয় ও শেষ টেস্টে ১৩১ রানে অপরাজিত আছেন লাহিরু থিরিমান্নে এবং ৪০ রানে অপরাজিত ওসাডা ফার্নান্দো। এর আগে, দিমুথ করুণারত্ন তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। এদিকে, অভিষেক ম্যাচেই উইকেটের খাতা খুললেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
সিরিজের শেষ টেস্টে সেশন বাই সেশন উইকেট টিকিয়ে রেখে খেলার কৌশলে সফল লঙ্কানরা। সাবধানী ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির আগেই স্কোর বোর্ডে যোগ করে ৬৬ রান। ২০তম ওভারে স্লিপে সহজ ক্যাচ তুলে দেন করুনারত্নে, নাজমুল শান্তর হাত ফসকে নতুন জীবন পেয়ে নিজের ইনিংস লম্বা করে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন লঙ্কান অধিনায়ক।
অভিষেক ম্যাচেই উইকেটের খাতা খুললেন শরিফুল। ১১৮ করা করুনারত্নে টাইগার ইয়াং পেসারের প্রথম শিকার। ক্যারিয়ারের তৃতীয় শতকের সাথে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন থিরিমান্নে। দিন শেষে অপরাজিত আছেন ১১৮ রানে।
এর আগে, ড্র হয় সিরিজের প্রথম টেস্ট।