রাজধানী, সংস্কৃতি, লাইফস্টাইল, নারী

প্রথাগত ধারণা বদলে ফ্যাশন শো

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ০৪:৩১:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারীর সৌন্দর্য সম্পর্কে প্রথাগত ধারণা অসঙ্গত প্রমাণ করাই ছিলো এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই লক্ষ্য নিয়েই ‘কস্টিউমিয়ের’ আয়োজন করে ফ্যাশন শো ‘এগেইন্সট দি উইন্ড’।

শুক্রবার বিকেলে বনানী ক্লাবে আয়োজিত এই ভিন্নধারার ফ্যাশন শো’তে অংশ নেন নানা বয়সের নারীরা।

নারীর সৌন্দর্য নিয়ে সমাজের নানা বদ্ধমূল ধারণাকে অসঙ্গত প্রমাণ করার এই অনুষ্ঠানে সফল ১২ জন নারী তাদের জীবনের নানা প্রতিকূলতাকে উতরে কীভাবে তাদের নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছেছেন সে গল্পগুলো অতিথিদের সামনে বলেন।

ডিজাইনার জুবায়দা আহবাবের পোশাক পরিকল্পনায় অনুষ্ঠিত এই ফ্যাশন শো’র রানওয়েতে ক্যাটওয়াক করেন নানা শ্রেণী ও পেশার নারীরা।

আরও পড়ুন