সাহিত্য, জাতীয়

প্রথাবিরোধী লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের জন্মদিন আজ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২০ ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক ছিলেন হুমায়ুন আজাদ।

কবি, ঔপন্যাসিক, সমালোচক ও গবেষক অধ্যাপক হুমায়ুন আজাদের জন্মদিন আজ। প্রথাবিরোধী এই লেখকের ৬০টিরও বেশি গ্রন্থ রয়েছে।

তাঁর বহুল আলোচিত গবেষণামূলক সংকলন নারী বইটি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর ধরে বাংলাদেশে নিষিদ্ধ ছিল। তাঁর লেখা 'পাক সার জমিন সাদ বাদ' উপন্যাসের কারণে মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন বহুমাত্রিক লেখক হুমায়ন আজাদ।  

২০০৪ সালের ২৭শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার পথে হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এর ৬ মাস পর গবেষণার কাজে জার্মানি গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।  

১৯৪৭ সালের ব্রিটিশ শাসনামলে, বর্তমান মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন হুমায়ন আজাদ। ১৯৮৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে পান ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক।

আরও পড়ুন