বাংলাদেশ, রাজধানী, আইন ও কানুন

প্রধানমন্ত্রীর অফিসের ভুয়া পরিচয় দেয়ায় একজন গ্রেপ্তার

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে জানুয়ারী ২০২২ ০২:৩২:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কখনো প্রধানমন্ত্রীর পিএস, এপিএস কখনো চিফ কন্টোলার। এমন নানা পরিচয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চন্দ্র শেখর নামের এক ব্যক্তিকে। 

রাজধানীর তেজগাঁও নাজনীনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চাকরির আবেদন, বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার সিল, ব্যাংকের চেক বই ও ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মাস্টার্স পাশ শেখর দীর্ঘ দিন ধরে এই প্রতারণার সাথে জড়িত। বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারন মানুষকে বোকা বানিয়ে  হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

এর আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন