বাংলাদেশ, অর্থনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন সারা দেশে ১শ'টি অর্থনৈতিক অঞ্চল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৯:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে দিকে নজর এখন সারা বিশ্বের বিনিয়োগকারিদের। পর্যাপ্ত জ্বালানির নিশ্চয়তা আর সস্তা শ্রম।

সেই সঙ্গে সমুদ্র যোগাযোগের অবাধ সুযোগ বিশ্বের নাম করা সব শিল্প প্রতিষ্ঠানকে টেনে আনছে বাংলাদেশে। আর এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ১শ'টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিশেষ উদ্যোগের কারণে।

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে একটু একটু করে তৈরি হচ্ছে আগামীর বাংলাদেশ। ফেনীর সোনাগাজি, চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড জুড়ে প্রায় ৩৪ হাজার একর জমিতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। ১৫৩টি প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ করেছে ২০ বিলিয়নের বেশি মার্কিন ডলার। সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে ৮ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ।

বেজা সাবেক নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন,'সমুদ্রে প্রায় ২৪ কিলোমিটার বাঁধ দিয়ে ল্যান্ড রিক্লেইম করে, সেখানে বিশাল বিশাল ইন্ড্রাস্ট্রি সেখানে হচ্ছে। ২০৩০ সাল নাগাদ এটা বাংলাদেশের থার্ড লারজেস্ট সিটি হবে।'

২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজা জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান আরিফ বলেন,'৯৭টি অর্থনৈতিক অঞ্চল এর মধ্যে সরকারের অনুমোদন পেয়েছে। এর মধ্যে আটটি অর্থনৈতিক অঞ্চল উৎপাদনে চলে গেছে। নির্মানাধীন আছে আরও ২৮টি অর্থনৈতিক অঞ্চল। এই ২৮টির মধ্যে ২৯টি শিল্প ইতিমধ্যে উৎপাদনে চলে গেছে। আরও ৩৯টি শিল্প কারখানা নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে।'

আর বড় এ কর্মযজ্ঞ সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে। পবন চৌধুরী আরও বলেন,'উন্নয়নের জন্য যে পলিটিক্যাল ফিলোসফি দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রী সব সময় দিয়েছেন। এত সবালীল এত স্বাচ্ছন্দে  সকলকে কাজ করার সুযোগ দেন, যারা ঠিকমতো কাজে লাগাতে পারে তারা অনেক দূর যেতে পারে বলে আমি মনে করি।'

ব্যবসায়ীরা বলছেন, মাত্র ৯টি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন শুরু হওয়াতেই বাংলাদেশ দৃষ্টি কাড়তে শুরু করেছে বিদেশি বিনিয়োগকারিদের। এফবিসিসিআই সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন,'যদি আপনি মিরসরাই যেয়ে দেখে আসেন তবে দেখবেন স্বপ্নের মতো একটা জায়গা তৈরী হচ্ছে। বাংলাদেশ খুব লাকি, আমরা খুব লাকি যে, শেখ হাসিনার মতো একজন লিডার আমরা পেয়েছি। বাংলাদেশের উজ্জল যে ভবিষ্যত আমরা দেখতে পাই, তার প্রধান রিজন কিন্তু শেখ হাসিনা।'

ব্যবসায়ীরা বলছেন, ১০০টি নয় ২০৩০ সালের মধ্যে যদি ৫০টি অর্থনৈতিক অঞ্চলেও উৎপাদন শুরু হয়, তাহলেই বদলে যাবে আজকের বাংলাদেশ।

আরও পড়ুন