আন্তর্জাতিক, আমেরিকা

প্রবল তুষারপাতে আনন্দে মেতেছে চিড়িয়াখানার সিংহ শাবকরা

Faruque

ডিবিসি নিউজ

শনিবার ২২শে জানুয়ারী ২০২২ ১২:৪৮:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে প্রবল তুষারপাতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন আনন্দে মেতে উঠেছে পেসনিলভানিয়ার চিড়িয়াখানার সিংহ শাবকরা।

সম্প্রতি পেনসিলভানিয়ার পিটাসবার্গ চিড়িয়াখানার সিংহ শাবকদের একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।  সেখানে দেখা যায়,  প্রবল তুষারপাতে যখন ঢাকা চারপাশ, তখন আনন্দে মেতে উঠেছে তারা।  সিংহের শাবকদের একটি বরফ নিয়ে খেলতে দেখা যায়।  শুধু তাই নয়, তারা একটি স্নোবলও তৈরি করেছে।  চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সিংহ শাবকগুলো জীবনে প্রথমবার এত বেশি তুষারপাত দেখেছে।  এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে।  দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। 

গত ১৭ জানুয়ারি ঠান্ডা তুষারঝড় বয়ে যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে। এ অঞ্চলে প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

আরও পড়ুন