প্রবাস

প্রবাসীদের ত্রাণ বিতরণ অব্যাহত

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২০ ০৩:৪০:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন প্রবাসীদের মাঝে বিভিন্ন দাতা প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জানান, ত্রাণ বিতরণের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাদের সংগঠনটি কাজ করে যাচ্ছে।  

এদিকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ দুই মাস ধরে চলা টানা লকডাউনের কারণে খাদ্য সংকটে পড়া প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নিউজার্সিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্টেট ও সিটিতে চলছে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ ।  

আরও পড়ুন