রাজধানী, প্রবাস

প্রবাসীদের সহায়তায় নতুন অ্যাপ 'প্রবাসী'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৩১শে মার্চ ২০২১ ০২:০১:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবাসীদের সহায়দতায় নতুন অ্যাপ 'প্রবাসী' শুরু করলো প্রবাসী সেবা লিমিটেড।

মঙ্গলবার বিকেলে, রাজধানীর একটি হোটেলে এই অ্যাপের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

এসময় তিনি বলেন, অ্যাপটি যেন সব প্রবাসী ব্যবহার করতে পারেন, সি বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র শিক্ষিত বা ধনিরা নয়, তা যেন শ্রমিক বান্ধব হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রবাসী এবং অভিবাসীরা অনেক সময় সঠিক তথ্যের অভাবে জালিয়াতির শিকার হোন। সেখান থেকে মুক্তি পেতে, সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে 'প্রবাসী' অ্যাপ। সঠিক তথ্যের মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক সেবাও নিশ্চিত করবে এই অ্যাপ। 

আরও পড়ুন