টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামছে দুই হেভিওয়েট দল ভারত-ইংল্যান্ড। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়

ভারতীয় দলে ক্রিকেটারদের মনোবল চাঙ্গা রাখতে মেনটর হিসেবে দলে ফিরেছেন এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে শিরোপা জয়ী দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইসিসির কোনো ইভেন্টে ভারতের সবশেষ শিরোপা জয় ধোনির অধীনেই, ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি। তাই কাপ্টেন কুলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৮ বছরের শিরোপাখরা কাটাতে চায় কোহলি বাহিনী।

অপরদিকে অলরাউন্ডার বেন স্টোকস এবং জোফরা আর্চারকে ছাড়াই মেগা টুর্নামেন্টে মাঠে নামবে ইংলিশরা। তাই প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালো ভাবেই ঝালিয়ে নিতে চায় জস বাটলার,জেসন রয় ও জনি বেয়ারস্টোরা।

টি -টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল এবং দীপক চাহার।

টি -টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

স্ট্যান্ডবাই: টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স।

আরও পড়ুন