ফুটবল

পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ গ্রানাদা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০২:৩০:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মাহেন্দ্রক্ষণের সামনে দাড়িয়ে বার্সেলোনা।

গ্রানাদাকে হারাতে পারলেই পেছনে ফেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু রাত ১১টায়।

সময়টা দুর্দান্ত যাচ্ছে বার্সেলোনার। ঘরের মাঠে শেষ ১৩ ম্যাচে হার নেই কাতালানদের। প্রতিপক্ষ গ্রানাদার সাথে ১৬ দেখায় ১৪ ম্যাচই জিতেছে বার্সা। সবশেষ দু'দলের দেখা হয়েছে কোপা দেল রে'র মঞ্চে। সেখানেও বার্সেলোনার কাছে ৩-৫ গোলে হারে গ্রানাদা।

এদিকে, এখনো ইনজুরিতে বার্সার কৌতিনিয়ো ও আনসু ফাতি। এই ম্যাচে সুযোগ মিলতে পারে ওসমান দেম্বেলের। ৩২ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এখন কাতালানরা।  এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর ৭৩ পয়েন্ট নিয়ে টপে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন