রাজধানী, শিক্ষা

ফলাফল পাওয়ার ১৫ দিনের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৫:২৪:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাস্টার্স পরীক্ষার ফলাফল পাওয়ার ১৫ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষার ফলাফল পাওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে, ফলাফল হাতে পাওয়ার পর শিক্ষার্থীরা কোনোভাবেই হলে অবস্থান করতে পারবে না। বুধবার রাতে, উপাচার্য ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এরইমধ্যে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদেরকে হল ছাড়তে হবে। যেকোনো সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অভিযান চালানো হতে পারে বলেও জানানো হয়েছে। শিগগিরই হল প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ নেবে বলেও জানানো হয়। এছাড়াও, প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করা হবে এবং কোনো শিক্ষার্থী প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে বা অবস্থান করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকসেবী, কারবারি ও সন্ত্রাসীদের অবস্থানের তথ্য জানা থাকলে প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন