আন্তর্জাতিক, আমেরিকা

'ফলাফল যাই হোক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২০ ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল যাই হোক না কেন নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

একথা জানিয়েছেন রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সিনেটর মিচ ম্যাককনেল। বৃহস্পতিবার এক টুইটে তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক, ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবেই নতুন সরকার দায়িত্ব নেবে।

এর একদিন আগেই ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনে হারলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারছেন না তিনি। কারণ ডাকযোগে ভোটের স্বচ্ছতা নিয়ে তার সন্দেহ রয়েছে।  শুরু থেকেই ডাকযোগে ভোটগ্রহণের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। তবে, নির্বাচনি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, ডাকযোগে ভোট সুষ্ঠু ও নিরাপদ। বরং করোনার কারণে ডাকযোগে ভোটের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন