ইউরোপ

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে যুক্তরাজ্যে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও সহযোগী জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে যুক্তরাজ্যে।

ভ্যাকসিনগুলো যুক্তরাজ্যের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। সেখান থেকে দেশটির বিভিন্ন টিকা প্রদানকারী সেন্টারে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের চার কোটি ডোজের আবেদন করেছে। দুটি করে ডোজ দিলে দেশটির দুই কোটি মানুষ ভ্যাকসিন নিতে পারবে। অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগ করা হলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ৯৯ শতাংশ রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন তৈরি হচ্ছে বেলজিয়ামে আর ইউরোটানেল দিয়ে যুক্তরাজ্যে পাঠানো হয়েছে এসব ভ্যাকসিন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৬ লক্ষ ৭৪ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন। আর, এ প্রাণঘাতী ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৬০ হাজার ১১৩ জনের।

আরও পড়ুন