বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুককে ৭ মিলিয়ন ইউরো জরিমানা ইতালিয়ান ওয়াচডগের

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই ফেব্রুয়ারি ২০২১ ০৪:৪৬:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তথ্য সংশোধনের অনুরোধ না মেনে ভুল তথ্য ব্যবহারের কারণে ফেসবুককে ৭ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির কস্পিটিশন ওয়াচডগ।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটি এই জরিমানার কথা নিশ্চিত করে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ২০১৮ সালের নভেম্বরে ফেসবুকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও তথ্যের ব্যবহার সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের কোন কিছু জানানো হয়নি বলেও অভিযোগ তোলে দেশটির এন্টিট্রাস্ট বডি।

এসময় সংস্থাটি এই মার্কিন প্রতিষ্ঠানকে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার জরিমানা করে। একই সঙ্গে ফেসবুক অ্যাপ, এর ওয়েবসাইটের হোমপেজ এবং প্রত্যেক নিবন্ধিত ইতালিয়ান ব্যবহারকারীর ব্যক্তিগত পেজে একটি সংশোধিত বিবৃতি প্রকাশ করার অনুরোধ জানায়।

'সাম্প্রতিক এক তদন্তে উঠে আসে যে, কোম্পানিটি এ সম্পর্কিত কোন সংশোধিত বিবৃতি প্রকাশ করেনি। এমনকি তথ্য ব্যবহারের এই অসৎ অনুশীলনও বন্ধ করেনি' বলেও সংস্থাটির এক বিবৃতিতে দাবি করা হয়।

আরও পড়ুন