বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক, ইনস্টাগ্রামকে ছাড়িয়ে শীর্ষে টিকটক

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে অক্টোবর ২০১৯ ০৫:২৭:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয়তায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, হেলো এবং টুইটারকেও ছাড়িয়ে গেল টিকটক।

জানা গেছে, গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি এই টিকটক অ্যাপ ডাউনলোড করা হয়।

এ বছরের সেনসর টাওয়ার রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ হল এই টিকটক। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬০ মিলিয়নের (‌৬ কোটি)‌ কাছাকাছি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন।

টিকটকের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফেসবুক। তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে ইনস্টাগ্রাম, লাইকি, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো রয়েছে।

উল্লেখ্য, নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে এবছরের শুরুর দিকে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করার উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার।  এরই ধারাবাহিকতায়,  দেশীয় সংস্কৃতি রক্ষায় বাংলাদেশীদের জন্য টিকটক বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন