রাজধানী, শিক্ষা

বইমেলার পর্দা নামছে সোমবার

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১১ই এপ্রিল ২০২১ ১০:৩০:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সোমবার শেষ হচ্ছে বইমেলা। শেষ মুহূর্তে পছন্দের বই কিনতে মেলায় ব্যস্ত সময় পার করছেন পাঠকরা। তবে, প্রকাশক ও বিক্রেতারা বলছেন, এবারে করোনা ও লকডাউনের কারণে মেলায় পাঠক কম।  

মেলার সময়সীমা কম হওয়ায় পাঠকদের উপস্থিতি আরও কমেছে বলেও জানান তারা। এদিকে, নতুন লেখকরা বলছেন, লকডাউনের কারণে এবারের মেলায় পাঠকদের কাছে তাদের বই সেভাবে পৌঁছাতে পারেননি।

আগামীকাল বই মেলা শেষ হলেও আগামী বছর পুরোনো চেহারায় ফিরবে, এমন প্রত্যাশা প্রকাশক, লেখক ও পাঠকদের। মহামারীর মধ্যে গেল ১৮ই মার্চ অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করা হয়।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে ১৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে বইমেলার আয়োজন করা হয়। এরইমধ্যে বইমেলায় কয়েক দফায় সময়সূচিতেও পরিবর্তন আনা হয়।

আরও পড়ুন