খেলাধুলা, ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে প্যালেস্টাইন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০১:৪৫:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেমিফাইনালে একমাত্র গোলে সিশেলসকে হারিয়ে ফাইনালে প্যালেস্টাইন।

বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে প্যালেস্টাইন। লেইথ খারুবের একমাত্র গোলেই সিশেলসকে হারিয়েচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্ম ফুটবল খেলতে থাকে প্যালেস্টাইন। তবে আফ্রিকার দল সিশেলসও পিছিয়ে ছিল না। দু'দলই আক্রমণ সানিয়েছে বেশ, কিন্তু কাজের কাজটা করতে পারছিল না কেউ। প্রথমার্ধের শেষ দিকে আরও বেশি আক্রমণাত্ম হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইন। যদিও শেষ পর্যন্ত গোলশূন্যতেই শেষ হয়েছে ফাস্ট হাফ।লিড নিতে না পারায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় প্যালেস্টাইন।

শেষ পর্যন্ত ডেডলক ভাঙে ৭৯ মিনিটে। ম্যাচের একমাত্র গোলটি করেন ফিলিস্তিনের লেইথ খারুব। বাকি সময়ে সিশেলস বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে প্যালেস্টাইন।

আরও পড়ুন