ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে জয় মিনিস্টার রাজশাহীর

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে নভেম্বর ২০২০ ০৬:২৬:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে শুভ সূচনা মিনিস্টার রাজশাহীর।

চার ছক্কার টি টোয়েন্টি আসরে শুরুটাই পানসে করেছে রাজশাহীর টপ অর্ডার। ব্যতিক্রম অবশ্য ওদের তরুন ওপেনার। ২৩ বলে ৩৫ রানে ছোট একটা ঝড় আনিসুল ইমনের ব্যাটে। প্রথম দশ ওভারে মিনিস্টারদের স্কোরবোর্ডে ৬৭ রান, উইকেট হারিয়েছে ৫টা।

ষষ্ঠ উইকেট জুটিতে পাল্টা আক্রমণে রাজশাহী। হাল ধরলেন মেহেদী হাসান, নুরুল হাসান। উইকেটের চারপাশে বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে নুরুল আউট হবার আগে করেছেন ২০ বলে ৩৯।  

ঢাকার বোলারদের একের পর এক উড়িয়ে আর গড়িয়ে মেরে মেহেদীর ঝড়ো ফিফটি। আউট হয়েছেন অবশ্য এর পরেই। শেষের ১৩ বলে আরও তিন উইকেট খুইয়ে ১৫ রানের বেশি যোগ করতে পারেনি রাজশাহী। স্কোরবোর্ডে ওদের পুঁজি ১৬৯। 

জবাবে যুতসই স্টাইলে শুরু করতে পারেনি ঢাকা। দুই ওপেনার তানজিদ, ইয়াসির কেউই দাঁড়াতে পারেননি। নাইমকে নিয়ে মুশফিকের লড়াই। ২৬ করে ফিরে গেছেন নাইম। রিকোয়ার্ড রান রেট ঠিক রেখে আকবর আলীর সাথে আরেকটা কাজের পার্টনারশিপ মুশির। বিশ্বজয়ী যুব ক্যাপ্টেনের ২৯ বলে ৩৪ এরপর মুশি ফেরেন ৩৪ বলে ৪১ তুলে। 

ম্যাচ জেতার জন্য শেষ ওভারে ঢাকাকে করতে হতো ৯ রান। সেখানে মুক্তার আলী বনাম মেহেদী হাসানের লড়াই। একটা নো বলের পরেও মাত্র ৬ রান খরচ করেন মেহেদি। আগের ওভারেই তিন ছক্কা হাকানো মুক্তার, শেষ ওভারে পেরেছেন মাত্র একটা চার মারতে। ফল রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানের জয়ে আসরে শুভ সুচনা রাজশাহীর।

আরও পড়ুন