রাজনীতি

বছরে ১০ হাজার ডলার খরচের সুযোগ ই-ক্যাব সদস্যদের

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ৩রা মে ২০২১ ০৪:০৮:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন থেকে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার বৈদেশিক ব্যয় করতে পারবে। নতুন এই সুযোগ পাবে কেবল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ই-ক্যাব সদস্যরা। 

আজ রবিবার (২রা মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রানীতি বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বাৎসরিক এই কোটার মধ্যে থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে অনধিক দুই হাজার মার্কিন ডলারের আন্তর্জাতিক ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করা যাবে। কার্ডের বৈদেশিক মূদ্রার ব্যয়সীমা হবে ১০ হাজার মার্কিন ডলার। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান, কর কর্তন, জমা ও ই-ক্যাবের সুপারিশসহ বিষয়গুলো বিবেচনা করে এই সুবিধা প্রদান করতে পারবে।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

আরও পড়ুন