জেলার সংবাদ

বজ্রপাতে এক কিশোরীসহ নিহত ২

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ০৩:৪৫:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বানিয়াচংয়ে ধানের খলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীসহ দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে পৃথক দুটি স্থানে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার বলাকিপুর গ্রামের অর্জুন রবি দাসের মেয়ে করমতী রবি দাস (১৬) ও হাসানপুর গ্রামের জ্যোতিষ সরকারের স্ত্রী লক্ষীরাণী সরকার (৪১)।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বোরো ধানের খলায় কাজ করছিলেন নিহত করমতী ও লক্ষীরাণী। এক পর্যায়ে বজ্রপাত ঘটলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহত পরিবার দুটিকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। 

আরও পড়ুন