আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ০৩:৫৭:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নীতিনির্ধারকদের বাধার মুখে বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

কনসোর্টিয়ামটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলভারগেট ক্যাপিটাল কোম্পানির কাছে ২শ' মিলিয়ন ডলারে প্রযুক্তি বিক্রি করতে যাচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

২০১৯ সালে লিব্রা নামে ক্রিপ্টোকারেন্সি চালুর ঘোষণা দেয় ফেসবুক। আর এ প্রকল্পের নাম দেয়া হয় ডিয়েম অ্যাসোসিয়েশন। আর এজন্য ডিয়েম অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিল সিলভারগেট ক্যাপিটাল।

তবে শুরু থেকেই বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের বাধার মুখে পড়ে এ প্রকল্পটি। লিব্রার প্রভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তথ্যের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কিত ছিলেন মার্কিন আইনপ্রণেতারা।

এছাড়া এটি অর্থ পাচার এবং জঙ্গিবাদ অর্থায়নে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।  

আরও পড়ুন