আন্তর্জাতিক, ইউরোপ

বন্যায় তলিয়ে গেছে ভেনিসের ৭০ শতাংশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ০৪:৩২:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বন্যার পানিতে তলিয়ে গেছে ইতালির ভেনিসে শহরের প্রায় ৭০ শতাংশ। হুমকির মুখে পড়েছে শহরটির মূল্যবান প্রত্নসম্পদ।

বেশ কয়েকটি প্রাচীন প্রত্ন নিদর্শন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা শুরুর পর তৃতীয়বারের মত জোয়ারের পানি ঢোকে রবিবার। এতে, আরও বেড়েছে বন্যার পানি। এর আগে, ১৯৬৬ সালে ভেনিসজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিলো।

একশোরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত ভেনিসের মেয়র এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে, দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারেই ডুবে যায় ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যখ্যাত শহরটির নিচু এলাকা। প্রতিবছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসে জোয়ারের পানি।

আরও পড়ুন