জেলার সংবাদ, স্বাস্থ্য

বরিশালে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৬ হাজার ছাড়িয়েছে

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ১০:৫৯:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় দুইজন এবং বরগুনা জেলায় আরো দুইজনের মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চার দিনের ব্যবধানে বিভাগে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

স্বাস্থ্য দফতর বলছে, এ‌প্রিল মা‌সের ১৭ দিনে ছয় জেলায় ২৭ হাজার ৬৫২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, ডায়রিয়া সংক্রমনে সবচেয়ে বেশি রয়েছে দ্বীপজেলা ভোলায়। মোট আক্রান্তের মধ্যে ৭০৬৭ জন সেখা‌নে। পটুয়াখালী জেলায় ৬৩৬৪ জন, বরগুনায় ৪২০৩ জন, পিরোজপুরে ৩৬২৮ জন, বরিশাল জেলায় ৩৬০৬ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৮৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গ্রীষ্মের এই সময়ে বিভিন্ন স্থানে পানি কমে যায়। ফলে জীবানু অল্প পানিতে অধিকমাত্রায় জমে। এই সময়ে খাল, ডোবা, জলাশয়ের পানি ব্যবহার করলে সংক্রমিত হয়ে পড়ে বেশি।

এই কর্মকর্তা বলেন, "লক্ষ্য করে দেখবেন গ্রামের অসচেতন মানুষ বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। সচেতন মানুষ সহজে ডায়রিয়ায় আক্রান্ত হন না। গ্রামের মানুষ তাদের খাদ্য দ্রব্যে খাল, ডোবা বা পুকরের পানি ব্যবহার করে এই রোগে আক্রান্ত হচ্ছেন বে‌শি।"

আরও পড়ুন