বাংলাদেশ, জাতীয়, সংবাদের ভিডিও

বর্ডার হাটসহ ব্যবসা বাড়াতে মিজোরাম সফরে যাবেন বাণিজ্যমন্ত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২১শে মার্চ ২০২১ ০৪:১৫:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে মিজোরাম সরকার।

রাজ্যটির স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য বিষয়কমন্ত্রী লাল থান ক্লিয়ানা দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে দু'দেশের সীমান্ত এলাকা দিয়ে যোগযোগ অবকাঠামো নির্মান করতে তারা আগ্রহী বলেও জানান মিজোরামের এই মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন,'ওরা আমাদের সঙ্গে বানিজ্য করতে চায়। বর্ডার হাট তারা করতে চায়। সেই আলোকে তারা প্রপোজাল দিয়েছে। চারটে বর্ডার হাট তারা করতে চায়। এই চারটের মধ্যে তারা সাজেকে ভ্যালির কাছের বর্ডারটিকে প্রধান্য দিচ্ছি। আমরাও তাদের সঙ্গে এক মত হয়েছি।'

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ সীমান্তে বর্ডার হাটসহ ব্যবসা বাণিজ্যে সম্প্রসারনে বিভিন্ন উদ্যোগ নিতে আলোচনার জন্য এপ্রিলের শেষের দিকে মিজোরাম সফরে যাবেন তিনি। বাণিজ্যমন্ত্রী আরও জানান, শিগগিরই খাগড়াছড়ির সাজেকে একটি বর্ডার হাট বসানোর কাজ শুরু হবে।

আরও পড়ুন