জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

'চিকিৎসা খাতে নতুন অধ্যায় জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর ২০২০ ০৪:২৯:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'জয়বাংলা টেলিমেডিসিন অ্যাপ' উদ্বোধন।

জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির 'জয়বাংলা টেলিমেডিসিন অ্যাপ' উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘দেশে টেলিমেডিসিন সেবায় কার্যত বিপ্লব ঘটে গেছে। দ্রুতগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের মাধ্যমে সম্ভব হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা অন্যথায় এই সেবা প্রদান করা সম্ভব হতো না। এই সবকিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে।’

তিনি আরও বলেন, 'দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করা হয়েছে। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়। অ্যাপটির মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।'

দেশে দু'ধারার রাজনীতি চলছে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, তিনি ঠিকই বলছেন, চলমান রাজনীতির দুটি ধারার একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রা অপরদিকে, সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেয়ার অপচেষ্টা।

আরও পড়ুন