বিনোদন, অন্যান্য

বাংলাদেশে আমদানি করা হচ্ছে নিরবের 'বাংলাশিয়া ২.০'

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই অক্টোবর ২০১৯ ০৬:৪৫:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ান ছবি 'বাংলাশিয়া ২.০' তে অভিনয় করেছিলেন ঢাকাই ছবির চিত্রনায়ক নিরব হোসেন। সিনেমাটি চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি মালেশিয়ার ১১১ টি সিনেমা হলে মুক্তি পায়।

মালয়েশিয়াতে সিনেমাটির সফলতার পর এবার বাংলাদেশে মুক্তি পাতে যাচ্ছে সিনেমাটি। সেজন্য গত ১১ই এপ্রিল তথ্য মন্ত্রণালয়ে সিনেমাটি আমদানি করার জন্য আবেদন করে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি সিনেমাটি আমদানির জন্য অনাপত্তি পত্র প্রদান করেছে তথ্য মন্ত্রণালয়। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির নায়ক নিরব হোসেন।

সোশ্যাল মিডিয়ায় নিরব জানান,  ‘তথ্য মন্ত্রণালয় অনাপত্তিপত্র পাওয়ার পর আমরা সারাদেশে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। ছবিটি বাংলা অথবা ইংরেজি সাব টাইটেলে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। আমরা বাংলায় ডাবিং করে এর মুক্তি দেবো’।

উল্লেখ্য,  নেমউই এর পরিচালনায় ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি। এছাড়া আরও অভিনয় করেছেন সাইফুল অ্যাপেক, নেমইউ ও  ডেভিড।

আরও পড়ুন