জাতীয়, রাজধানী

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকার বাণিজ্য চুক্তি রবিবার

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই ডিসেম্বর ২০২০ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে রবিবার।  

শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সাংবাদিকদের জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথম দ্বিপাক্ষিক আগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবং ভুটানের পক্ষে ইকোনমিক অ্যাফেয়ার্স মিনিস্টার এ চুক্তিতে স্বাক্ষর করবেন।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভুটানের বাজারে সামগ্রিকভাবে একশটি পণ্য এবং ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। তবে, পরবর্তীতে আলোচনার মাধ্যমে আরো পণ্য দুই দেশের তালিকায় যুক্ত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুন