আন্তর্জাতিক, এশিয়া

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৬

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ১১:০২:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।

শুক্রবার তাহরির স্কোয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বোমা হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত ১লা অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের দমনের চেষ্টা করলেও দিন দিন বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে। সেটি এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৩২৫ বিক্ষোভকারী।

আরও পড়ুন