টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল।
বাজারে ভোগ্যপণ্যের দাম তদারকিতে আজও সারা দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০টি টিম মাঠে নেমেছে।
বেশি দাম ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে দোকানীদের বিভিন্ন অংকের জরিমান করছে অভিযানকারী এসব দল। করোনাভাইরাস দুর্যোগে বাজার তদারকিতে ঢাকা শহরে মাঠে নেমেছে ৭টি দল।
রাজধানীর মালিবাগ ও শান্তিনগর বাজারে অতিরিক্ত দামে হ্যান্ড স্যানিটাইজার ও পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।এদিকে, দেশজুড়ে ১০ দিনের সাধারণ ছুটিতেও সক্রিয় থাকবে ভোক্তা প্রতিষ্ঠানটির বাজার তদারকি দল।