রাজধানী, লাইফস্টাইল, কিডজ জোন

বাণিজ্যমেলায় খেলনার স্টলে শিশুদের ভিড়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জানুয়ারী ২০২০ ০৫:২৯:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাণিজ্যমেলার শেষ দিকে বিক্রি ও ছাড়ের অংক বেড়েছে খেলনার স্টলে। দেশি-বিদেশি নানা খেলনায় মিলছে ছাড়।

শিশুদের নজর কাড়তে আয়োজনের কমতি নেই। নানা রংয়ের বাহারি খেলনার পসরা বসেছে মেলায়।

বিক্রেতাদের হাঁকডাকে চঞ্চল হয়ে উঠে শিশুরা। আর, তাদের বায়না খুশি মনেই মেটাচ্ছেন অভিভাবকরা। বাহারী পুতুল বা শো পিস কেনার ভিড়ে পিছিয়ে নেই বড়রাও।

গাড়ি, প্লেন, পুতুলসহ হরেক রকমের খেলনা পাওয়া যাচ্ছে বাণিজ্যমেলায়। এক দরের স্টল যেমন আছে, তেমনি আছে দরদাম করে কেনারও সুযোগ।

অভিভাবকরা বলছেন, খেলনা কিনে দেয়ার সময় বাচ্চাদের পছন্দের পাশাপাশি শিক্ষণীয় জিনিস কিনে দেয়ার চেষ্টা করেন তারা।

বাণিজ্যমেলার শেষ কয়েকদিনে খেলনার স্টলগুলোতে ছাড়ের অংক আরও বাড়ে বলেও জানান বিক্রেতারা।

আরও পড়ুন