বাংলাদেশ, জেলার সংবাদ, ভ্রমণ

বান্দরবানে পর্যটকদের জন্য চালু হলো ট্যুরিস্ট বাস

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ১০:০৭:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের জন্য চালু হলো ট্যুরিস্ট বাস। এ বাস সার্ভিসের মাধ্যমে জেলা সদর থেকে নীলগিরী পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, হোটেল হিলভিউ-এ ট্যুরিস্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এসি ও নন-এসি ২ টি বাসের মাধ্যমে জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

এ সার্ভিস চালুর ফলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বল্পমূল্যে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এ বাস প্রতিদিন সকালে পর্যটকদের নিয়ে নীলগীরির উদ্দেশ্যে রওনা দেবে এবং যাত্রাপথে শৈল প্রপাত, চিম্বুক পাহাড়সহ বিভিন্ন স্থানে ঘুরবে ।

আরও পড়ুন