বিনোদন, অন্যান্য

বারী সিদ্দিকীর তৃতীয় প্রয়াণ দিবস

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে নভেম্বর ২০২০ ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লোকজ ও আধ্যাত্মিক গানের জন্যই তিনি সর্বাধিক পরিচিত  গানের সাধক ও শিল্পী বারী সিদ্দিকী। বাংলা গানে অসামান্য অবদান সারা জীবনই মগ্ন ছিলেন সঙ্গীত সাধনায়।

নেত্রকোণার বারহাট্টায় জন্ম নেয়া সুরের এই কারিগর ২০১৭ সালের আজকের দিনে মারা যান। আজ তার ৩য় মৃত্যুবার্ষিকী। বাঁশির জাদুকর, দরাজ কণ্ঠের গায়েন, লোকজ ও আধ্যাত্মিক গানে মাতিয়েছেন বারী সিদ্দিকী।

বিখ্যাত গীতিকার বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ই নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। শৈশবে বড় ভাইয়ের কাছে বাঁশির তালিম নিতে নিতে সুরের সাথে তৈরি হয় প্রেম। মাত্র ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে সংগীতের তালিম শুরু হয় তার। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন তিনি। ভারতেও গানের তালিম নিয়েছেন এই গুণী শিল্পী। পরে বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ নেন তিনি।

সঙ্গীতকে ভালবেসে ছুটে যান ভারতের পুনে, শিক্ষা নেন পণ্ডিত ভিজি কারনাডের কাছেও।

লোক সংগীতের এই শিল্পী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সিনেমায় প্রথম প্লেব্যাক করেন । হুমায়ুন আহমেদের হাত ধরেই দেশব্যাপী পরিচিতি হয় হয় তার । বাঁশি আর কণ্ঠ দিয়ে সবসময়ই দর্শকদের মুগ্ধ করেছেন এই সুরের মানুষ। 

আরও পড়ুন