জেলার সংবাদ, অপরাধ

বাল্য বিয়ে করার অপরাধে প্রধান শিক্ষককে জরিমানা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ১১:৩৯:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধায় বাল্য বিয়ে করার অপরাধে তিন সন্তানের জনক এক প্রধান শিক্ষকের ১ লক্ষ টাকা জরিমানা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিন সন্তানের জনক এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নাবালিকা মেয়েকে ধর্মীয় রীতিতে বিয়ে করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গরীব পরিবারের ঐ কিশোরী মেয়েটি এই বিয়েতে অসম্মতি জানালে প্রধান শিক্ষক ও তার স্ত্রী অর্থের প্রলোভন দেখিয়ে তার পিতামাতাকে এ বিয়েতে রাজী করান। কিন্তু মেয়েটির বয়স কম থাকায় কোন কাজী বিবাহ রেজিষ্ট্রী করতে সম্মত না হলে অবশেষে মৌলভী দিয়েই জোরপূর্বক ধর্মীয় রীতিতে তাদের বিবাহ দেয়া হয়। ঘটনাটি জানাজানি হলে ফুলছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে উভয়কেই ফুলছড়ি উপজেলা পরিষদে উপস্থিত করানো হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নানের নিকট থেকে ১ লক্ষ টাকা  করেন।

একই সাথে নাবালিকা ঐ মেয়ের পিতা মাতা এবং সংশ্লিষ্ট মৌলভীকেও দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।   

আরও পড়ুন