পঞ্চগড়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের ৭ যাত্রী নিহত।
পঞ্চগড়ের মাগুরমারি এলাকায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে হাসপাতালে নেয়ার পথেই আরও একজন মারা যায়। আর হাসপাতালে নেয়ার পর মারা গেছেন আরও একজন।
দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।