বাংলাদেশ, স্বাস্থ্য

বিএসএমএমইউয়ে করোনার চিকিৎসা শুরু 

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জুলাই ২০২০ ১০:০৮:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আইসিইউ সুবিধা-সমৃদ্ধ এই হাসপাতালে আছে ৩৭০ শয্যার 'করোনা সেন্টার'।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৭০ শয্যার করোনা সেন্টারের মধ্যে কেবিন ব্লকে শয্যা ২৫০টি এবং বেতার ভবনে ১২০টি। কেবিন ব্লকে ২৫০ শয্যার মধ্যে ইমার্জেন্সি রোগীদের জন্য ২৪টি শয্যা, রয়েছে ১৫টি আইসিইউ। এরইমধ্যে কেবিন ব্লকে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সেবায় প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য চিকিৎসা সুবিধা। মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন।

এর আগে, বিএসএমএমইউয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও ফিভার ক্লিনিকের মাধ্যমে সেবাদান কর্মসূচি চালু হয়। তবে করোনায় আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা ছিল না।  

আরও পড়ুন