টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিকেলে মুখোমুখি আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস, রাতে শ্রীলঙ্কা-নামিবিয়া

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ১০:২৩:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে আজ রয়েছে এ গ্রুপের দুই ম্যাচ। বিকেল চারটায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।

দিনের দ্বিতীয় ম্যাচে রাত আটটায় শ্রীলংকাকে চ্যালেঞ্জ জানাবে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়া। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে মাস্কাটের আল আমিরাত স্টেডিয়ামে।

রাজা আজ রাজভবনের দোড়গোড়ায়, ভিতরে ঢুকতে মানা। পরের হাতে সাম্রাজ্য তার, দিতে হবে হানা। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থাটা ঠিক এমনই। ২০১৪ সালে যারা চ্যাম্পিয়ন তাদেরই জায়গা নেই মূল পর্বে। আসতে হবে বাছাইপর্ব খেলে।

তাই কঠিন বাস্তবতা মেনে নিয়েই নামিবিয়ার বিপক্ষে রণকৌশলে মগ্ন লঙ্কানরা। অধিনায়ক দাশুন শানাকার কাধে পূর্বসুরীদের কীর্তি ধরে রাখার কঠিন দায়িত্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সফল দলের নাম শ্রীলঙ্কাই। গেল ছয় আসরে তাদের চেয়ে বেশি জয় নেই কারোই। ২০০৯, ২০১২ তে রানার্স আপ। আবার ২০১৪ তেবিশ্বকাপ জয়ের স্বাদ।

এদিকে লঙ্কানদের চ্যালেঞ্জের অপেক্ষায় আছে নামিবিয়াও। আফ্রিকার দেশটি এবার প্রথমবারের মত টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে।

টুর্নামেন্টে রাতের খেলার আগেই বিকেলে আছে আরেক ম্যাচ। যেখানে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপ বাদে প্রতিটি আসরেই অংশ নিয়েছে আইরিশরা। এদিকে ২০১৯ বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে ওমানের টিকেট পেয়েছে নেদারল্যান্ডস। তবে রায়ান টেন ডয়েশচেট, রুলফ ভন ডার, পল ভন মিকিরান লক্ষ্য আইরিশদের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করা।

আরও পড়ুন