আমেরিকা

বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে স্থানীয় প্রশাসন ব্যর্থ হলে সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১লা জুন) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি। দেশজুড়ে সহিংস বিক্ষোভকে তিনি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর হতে হবে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি তার সমর্থন রয়েছে বলে জানান ট্রাম্প। যদিও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

এদিকে, ট্রাম্পের সেনা মোতায়েনের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন নিউ ইয়র্ক, মিশিগানসহ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর। আজ সপ্তম দিনের মত যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন