আন্তর্জাতিক

বিচ্ছেদের ঘোষণা বিল ও মেলিন্ডা গেটসের

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০২:৫৪:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন বিল ও মেলিন্ডা গেটস।

বৈবাহিক সম্পর্ক আর এগিয়ে নেয়া সম্ভব নয়-এমন ঘোষণা দিয়েছেন দু'জনেই। অনেক চিন্তা ভাবনা করেই এমন সিদ্ধান্তের দিকে তারা হাঁটছেন, টুইট বার্তায় জানিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস। এই কোটিপতি যুগলের ঘরে রয়েছে তিন সন্তান।

১৯৮৭ সালে বিল গেটসের মাইক্রোসফট ফার্ম প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন মেলিন্ডা অ্যান গেটস। কর্মসূত্রেই দুজনের পরিচয়, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ১৯৯৪ সালে বিয়ে করেন বিল ও মেলিন্ডা। তারা দু'জন মিলে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করছেন।

বিবাহ বিচ্ছেদ হলেও ফাউন্ডেশনে যৌথভাবে কাজ করে যাবেন তারা। সংক্রামক রোগ ও শিশুদের টিকা কার্যক্রমে উৎসাহিত করতে কোটি কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বিল গেটস। তার মোট সম্পত্তি ১২৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

আরও পড়ুন