আন্তর্জাতিক, ভারত

বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তারকা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৯শে ফেব্রুয়ারি ২০২১ ০১:০৮:৪০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্তসহ এক ঝাঁক তারকা। 

বৃহস্পতিবার টলি তারকা হিরণ যোগ দেন বিজেপিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন হিরণ।

এর আগে তৃণমূলের যুব সহ সভাপতি পদে ছিলেন তিনি।  বুধবারও টালিউডের একঝাঁক তারকা পদ্ম পতাকা হাতে তুলে নেন। তাদের মধ্যে রয়েছেন- 'বিবি পায়রা' খ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়।

নির্বাচনের আগে দিয়ে বর্ষীয়ান অভিনেতা দীপংকর দে, সৌরভ দাস, পিয়া সেনগুপ্তসহ বেশ কয়েকজন টলি অভিনেতারা তৃণমূলেও যোগ দেন।

একইসঙ্গে কয়েকদিন আগেই পদ্ম পতাকা হাতে তুলে নেন 'খড়কুটো' ধারাবাহিকের কৌশিক রায় ও তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত রুদ্রনীল ঘোষ। 

আরও পড়ুন