আন্তর্জাতিক, ভারত

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৯:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ, জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিকেলে দলটির যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে দলটিতে যোগ দেন তিনি।

এর আগে, গত ৩১শে জুলাই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।  ধারণা করা হচ্ছে মন্ত্রীত্ব হারানো বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে নির্বাচিত আসানসোলের সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়াবেন।  এছাড়াও তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেয়া  অর্পিতা ঘোষের আসনে তাকে দেখা যেতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারের গতি বাড়াচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার বড় আকারের জনসমাবেশ, মিছিল বা রোড শো না হওয়ায় ঘরোয়া বৈঠকের উপর জোর বাড়াচ্ছে তৃণমূল।

চলতি মাসের ৩০ তারিখের উপনির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। 

আরও পড়ুন