জাতীয়, অর্থনীতি, আইন ও কানুন

বিটিআরসি'র পাওনা আরও একহাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৭:২৫:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পাওনা আরও একহাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন।

মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান জহুরুল হকের হাতে পে-অর্ডার তুলে দেন গ্রামীণফোনের একটি প্রতিনিধি দল। এ নিয়ে দুই হাজার কোটি টাকা বিটিআরসিকে দিলো গ্রামীণফোন।

টাকা জমা দেয়ার পর অনলাইনে সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ৩০শে মের মধ্যে আরও এক হাজার কোটি টাকা জমা দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা দিয়েছে গ্রামীণফোন ।  দেশের ক্রান্তিকালে এই টাকা সরকারের কাজে লাগবে।  

অডিট আপত্তির ফলে গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ছিল ১২ হাজার ৫৮০ কোটি টাকা। এর মধ্যে আপিল বিভাগের নির্দেশে গত ২৩শে ফেব্রুয়ারি বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন।

আরও পড়ুন