আন্তর্জাতিক, ভ্রমণ, আরব

বিদেশি ট্যুরিস্টদের জন্য খুললো সৌদির দরজা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৩:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদেশি পর্যটকদের জন্য প্রথমবারের মতো দরজা খুলছে মধ্যপ্রাচ্যের দেশটি।

বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে দেশটি। মূলত অর্থনীতিতে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে তারা।

পর্যটকদের জন্য শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ৪৯টি দেশের ভিসা ব্যবস্থা চালু করার কথা সৌদি আরবের। এছাড়া নারী পর্যটকদের সুবিধার্থে পোশাকের কড়াকড়িতেও শিথিলতা আনা হচ্ছে। নারী পর্যটকদের স্থানীয়দের মতো বোরকা বা আবায়া পরতে হবে না ঠিকই কিন্তু শালীনতা বজায় রাখতে হবে।

দেশটির পর্যটনমন্ত্রী আহমদ আল-খাতিব সরকারের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এত দিন হজ, ব্যবসা এবং প্রবাসী কর্মজীবীদের জন্য সৌদি আরবের ভিসা সীমাবদ্ধ ছিল। এখন থেকে সেখানে যুক্ত হচ্ছে পর্যটন ভিসাও।

তিনি বলেন, দর্শনার্থীরা অবাক হয়ে যাবেন, আমরাও আমাদের ভান্ডারগুলো তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, ইউনেসকো ঘোষিত পাঁচটি বিশ্ব ঐতিহ্য, প্রাণবন্ত এক স্থানীয় সংস্কৃতি, শ্বাসরুদ্ধকর প্রকৃতি।

তবে অমুসলিমেরা এখনো পবিত্র নগরী মক্কা-মদিনায় ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া পর্যটকরা মদ্যপানও করতে পারবেন না।

আরও পড়ুন