জাতীয়, নারী, আইন ও কানুন

বিদেশে নারী শ্রমিক নির্যাতনের বিষয়ে রিট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০১:৪৬:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরব, জর্দান, লেবাবন, ইরাক ও সিরিয়ায় নারী শ্রমিক না পাঠানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে, মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে।

অন্যদিকে, বিদেশে কাজ করতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়ে বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুর্নবাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

১২ই নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সৌদি আরব ফেরত ভুক্তভোগী এক নারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট করেন। গত কয়েক মাস ধরে সৌদি আরবসহ কয়েকটি দেশ থেকে নানা রকম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন নারী শ্রমিকরা। অনেকের এসেছে লাশ।

আরও পড়ুন