অর্থনীতি

বিনিয়োগ প্রণোদনায় পিছিয়ে বাংলাদেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১০:২৯:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদেশী বিনিয়োগে সরকার নানা প্রণোদনা দিলেও, অন্যান্য দেশের তুলনায় তা যথেষ্ট নয়। তাই বিদেশি উদ্যোক্তাদের আকর্ষণে সফলতা আসছে না। বিদেশী বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশে কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সনদ নেয়ার জটিলতা এখনও অনেক বেশি।

বিদেশী বিনিয়োগে সরকার নানা প্রণোদনা দিলেও, অন্যান্য দেশের তুলনায় তা যথেষ্ট নয়। তাই বিদেশি উদ্যোক্তাদের আকর্ষণে সফলতা আসছে না। বিদেশী বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশে কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সনদ নেয়ার জটিলতা এখনও অনেক বেশি।তবে জমি, জ্বালানি আর অবকাঠামোগত সুবিধা থাকায় দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

যুক্তরাষ্ট্রের সাথে শুল্কযুদ্ধের কারণে যে কয়টি কোম্পানি চীন ছেড়েছে, তার একটি জিনযুয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি। মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মাত্র ছয়মাসে কারখানা করেছে কোম্পানিটি। যন্ত্রপাতি স্থাপন প্রায় শেষ। এখন চলছে শেষ মুহুর্তের তোড়জোড়। এ মাসের শেষ দিকে লিড নাইট্রেট, কপার সালফেট, লিড অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিকের উৎপাদন শুরু হবে। এর মাধ্যমে প্রথম বারের মতো বিভিন্ন দেশের স্বর্ণ আর হীরার খনিতে ব্যবহার হবে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত কেমিক্যাল।

জিনযুয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং ইয়াং জানান, 'আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, আফ্রিকার বেশ কয়েকটি দেশে রপ্তানি করবো। বেজা অনেক গতিশীল একটা সংস্থা। ওয়ান স্টপ সার্ভিসটিও বেশ ভালো। কিন্তু অন্য সংস্থাগুলোয় ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন ধরুন উৎপাদন শুরু করতে এ দেশে ৮০ ধরণের সার্টিফিকেট লাগে। এত জটিলতা আমাদের কল্পনার বাইরে ছিলো।'

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে ১ হাজার ২৩৯ কোটি ডলারের। মহেশখালীতে ২৪৮ কোটি ডলার, শ্রীহট্টতে বিনিয়োগ প্রস্তাব ১৩১ কোটি ডলারের। আর বেসরকারি ১০টি অর্থনৈতিক অঞ্চলে এসেছে ১৬৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব।  বিদেশি বিনিয়োগ আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন এই শিল্প উদ্যোক্তা ।

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, 'ভারত ৮ বিলিয়ন ডলার ইনসেন্টিভ ঘোষণা করেছে। ভিয়েতমান অনেক বেশি দিচ্ছে আমাদের চেয়ে। আশে পাশের দেশের সাথে সামঞ্জস্য রেখে সুবিধা না বাড়ালে আমরা আশানুরুপ বিনিয়োগ পাবো না।'

তবে অর্থনৈতিক অঞ্চলকে উদ্যোক্তাদের জন্য সব প্রক্রিয়া সহজ করতে  চায় বেজা। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, 'এত কঠিন পদ্ধতি অতিক্রম করতে হলে অনেক সময় বিনিয়োগকারীরা হতাশ হয়।'

এখন অনানুষ্ঠানিক ভাবে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে বেজা।  আগামী ২১শে অক্টোবর এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। 

আরও পড়ুন