প্রবাস

বিভিন্ন দেশে করোনায় ৪৫ বাংলাদেশির মৃত্যু

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ১০:০২:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও সাত অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩০ বাংলাদেশির মৃত্যু হলো। আর বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি অভিবাসী মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও পাঁচ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও নিউজার্সিতে একজন ও মিশিগানে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা গেছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান আলোচিত্রী আবদুল হাই স্বপন। মারা গেছেন জ্যামাইকার হিলসাইডে বসবাসরত ৩২ বছর বয়সী নিশাত চৌধুরী। এর আগে, ২৯শে মার্চ নিউইয়র্কে করোনায় মারা যায় আট অভিবাসী বাংলাদেশি।

সোমবার ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। তার নাম অপু। তিনি ব্যবসায়ী ছিলেন। তারও আগে ইতালিতে মারা যায় আরও দুই বাংলাদেশি।

সৌদি আরবে প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়। আফাক হোসেন নামে এই চিকিৎসক মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, যুক্তরাজ্যে সাতজন, স্পেন, কাতার, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে অভিবাসী বাংলাদেশি প্রাণ হারায়।

আরও পড়ুন